অনন্ত জলিলের ওপর বিরক্ত চিত্রনায়িকা অঞ্জনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৫:০২ পিএম

অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের ওপর বিরক্ত সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। উপমহাদেশের বিভিন্ন ভাষায় অভিনয় করা এই গুণী অভিনেত্রী এতই বিরক্ত হয়েছেন যে একপ্রকয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনন্তকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২০ জুলাই) অঞ্জনা লেখেন—“মিস্টার অনন্ত জলিল। আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা। আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টারগুলো দিলাম দেখে নিন।”

 

আরও পড়ুন: সিনেমার প্রচারে ঘুরে ঘুরে বর্ষার জ্বর!

 

অভিনেত্রী আরও লেখেন, ‘‘আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন। আপনি আবার বলেছেন এদেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোন শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না। আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক ইরাক ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলংকা থাইল্যান্ড হংকংসহ পাকিস্তানের আরো নিজস্ব ৩ টি ভাষা উর্দু পাঞ্জবি পস্তু ভাষার ব্যাবসা সফল বহু চলচ্চিত্রে সুনামের সাথে আমি অভিনয় করেছি।’’

অঞ্জনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে লেখেন, ‘‘বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি। তাই কিছু বলার আগে একটু ভেবে নেবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন। আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি। শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এ দেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন।’’

অভিনেত্রী নিজের লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের চলচ্চিত্রের বেশ কয়েকটি পোস্টার। সেখানে দেখা যাচ্ছে বলিউডসহ একাধিক দেশের বিভিন্ন ভাষায় অভিনয় করা চলচ্চিত্রের পোস্টার।

আরও সংবাদ