স্বস্তিকা মুখার্জি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী। এই অভিনেত্রী ‘ঠোঁটকাটা’ বলে বেশ পরিচিতি পেয়েছেন। কারণ, অকপটে তিনি অনেক কথাই বলে দিতে পারেন।
তার এই ঠোঁটকাটা স্বভাবের জন্য তিনি বিভিন্ন সময় বেশ সমালোচনার মুখে পড়েন। তাঁর শরীরের গঠন, পোশাক, এমনকি চুলের স্টাইল নিয়েও কম চর্চা হয়না। তবে তিন এই চর্চা খুব একটা পাত্তা দেন না। কিন্তু সেই চর্চা যখন শালীনতা ছাড়িয়ে যায় তখনই সবাই তার ঠোঁটকাটা স্বভাব দেখতে পান।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক আলাপকালে স্বস্তিকা বলেন, ‘‘পেশার কারণে আমার শরীর সব সময়ই আমার কাছে আগ্রহের বিষয়। আমার ত্বকের রং বা শরীরের গড়ন নিয়ে কখনোই চিন্তিত ছিলাম না, অসাধারণ কিছু পেয়েছি বলেও মনে করিনি। তবে লোকে নানা কথা বলেন। কেউ বলেন আমার শরীর ছিরিছাঁদহীন, কেউ বলেন কার্ভি, কেউ ভাবেন আমি চর্বির স্তূপ, কেউ আবার ভাবেন আমি আকর্ষণীয়।’’
স্বস্তিকা বলেন, ‘‘আমি নিজেকে দেখি একটা ফাঁকা পাত্র হিসেবে। চরিত্রে অভিনয় করার প্রয়োজনে কখনো ওজন বাড়াই, কখনো কমাই। বাঁধাধরা চেহারা কখনোই তো থাকে না। একসময় জীবনরসে ভরপুর দিন কেটেছে। ইচ্ছেমতো খেয়েছি, আনন্দ করেছি। কিন্তু বয়স চল্লিশ ছুঁতেই আমি স্বাস্থ্য নিয়ে সচেতন হলাম। শরীরচর্চা শুরু করলাম। ফিটনেস ট্রেনার আমায় বলে যাচ্ছে, আর একটু, আর একটু। কিন্তু কিছু দিন যেতে না যেতেই মনে হলো পারব না।’’
অভিনেত্রী আরও বলেন, ‘‘এক ইঞ্চি বদলাতে ১০০ বছর সময় নিয়ে ফেলব। প্রতিদিন কেঁদেছি। তবে হাল ছাড়িনি। আমার শরীরের যে জায়গাগুলোয় মায়ের আদর আঁকা ছিল, সেগুলো একটু একটু করে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু মনে হয়, মা হয়তো খুশিই হবেন। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এই সব কিছুই আমার নিজের জন্য করছি।’’