দুর্ঘটনার পরও থেমে নেই শ্রীলেখা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৩:৫০ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা বর্তমানে অভিনয়ের বাইরেও আলোচনায় থাকে তার নানা কর্মকাণ্ড ও মন্তব্য দিয়ে। এই অভিনেত্রী তার আচরণের জন্য বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীনও হয়েছেন। কিন্তু কখনো দমেননি। আরও একবার সে কথাই প্রমাণ করলেন এই অভিনেত্রী।

গত শুক্রবার (১ জুলাই) দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলেখা। অস্ত্রোপচারও হয়েছে। অল্পের জন্য তার চোখে ভয়ানক আঘাত লাগেনি। আর এত কিছুর পরও থেমে নেই তিনি।

ইতোমধ্যে চিত্রনাট্য লেখা শুরু করেছেন শ্রীলেখা। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সেই ছবি শেয়ারও করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। যেখানে দেখা যায়, এক চোখে ব্যান্ডেজ, হাতে কলম ও সামনে খাতা।

আরও পড়ুন: রবি ঠাকুরের চেয়ে দামি মমতার বই, কটাক্ষ শ্রীলেখার

শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, “আর শুয়ে থাকতে পারছি না। লেখাপড়া শুরু করলাম। টাকা-পয়সা জোগাড় হলে পরের কাজ শুরু করব।”

আরও পড়ুন: তসলিমার মুখোমুখি শ্রীলেখা, প্রিয় লেখিকাকে দিলেন উপহার

প্রথমে তাজ হোটেলের কর্মচারী এবং পড়ে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আসা শ্রীলেখার। তবে ১৯৯৬ সালে এক ধারাবাহিকে ‘মানসী’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান শ্রীলেখা।