তথাকথিত আদর্শ নারী হয়ে থাকতে চান না বাঁধন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৫:১৫ পিএম

ক্যারিয়ারের সাম্প্রতিক সময়ের সাফল্যে বাঁধন যেন বাঁধনহারা। কিছুদিন আগে নিজের অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে ঘুরে এসেছেন কান চলচ্চিত্র উৎসবে। অন্যদিকে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জী পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সিরিজটি ১৩ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাবে।

মুক্তি সামনে রেখে পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন বাঁধন। সেই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন তিনি।

বাঁধনের কাছে তার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি আসলে স্বপ্ন দেখতে পারি না। ছোটবেলা থেকে আমি যে স্বপ্নগুলো দেখেছি, তার কোনোটাই আমার ছিল না। আমার পরিবার, আমাদের সমাজ আমাকে সেই স্বপ্নগুলো দেখতে বাধ্য করেছে। ফলে স্বাধীনভাবে স্বপ্ন দেখার অভ্যাসটা কখনো তৈরি হয়নি আমার। নতুন করে এই অভ্যাসটা তৈরি করা যায় না।”

স্বাধীনচেতা বাঁধন তাহলে কী হতে চান? সেটাও বলেছেন। বাঁধনের ভাষ্য, “আমি মানুষ হতে চাই। মানুষ হিসেবে নিজের সম্পূর্ণ অধিকার চাই। সমাজের তথাকথিত আদর্শ নারী হয়ে থাকতে চাই না। ওভাবে মরতে চাই না।”

‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজটি নির্মিত হয়েছে বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে। রহস্য-থ্রিলার গল্পের এই সিরিজে বাঁধন ছাড়াও আছেন অনির্বাণ ভট্টাচার্য, রাহুল বোস, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্ত প্রমুখ।