নিশো ও মেহজাবিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০২:২২ পিএম

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীর নামে মামলা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম সিদ্দিকী। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবন্ধী শিশুদের ‘হেয়’ করা ‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করেছেন তারা। মঙ্গলবার (১০ আগস্ট) মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে তিনি মামলা করবেন বলে জানান।

রেজাউল করিম সিদ্দিকী জানান, তিনি নিজেও একজন প্রতিবন্ধী মানুষ। তাই বাদী হয়ে পৃথক দুটি মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আদালতের কার্যক্রম স্বাভাবিক হলেই মামলা করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ জুলাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ঘটনা সত্য’ নাটকটি প্রচার করা হয়। নাটকটি ইউটিউবেও আপলোড করা হয়। নাটকটিতে প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে মা-বাবার কান্নাকাটির মাধ্যমে ভীতিকর পারিবারিক ও সামাজিক চিত্র ফুটিয়ে তোলা হয়। ইউটিউবে নাটকটির প্রচারিত অংশে নেপথ্য কণ্ঠে প্রতিবন্ধিতাকে বলা হয়—বাবা-মায়ের পাপের ফল।

নাটকটিতে আফরান নিশো অভিনয় করেছেন ব্যক্তিগত গাড়ির ড্রাইভার চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন কাজের বুয়ার চরিত্রে। নাটকের শেষ দিকে বলা হয়, বাবা-মার পাপের শাস্তি বা কর্মফলের কারণে প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে। এই সংলাপের পর তুমুল সমালোচনার মুখে পড়েন নাটকের রচয়িতা, পরিচালক, কুশীলবরা।

এছাড়া একটি টেলিভিশন চ্যানেলের ‘টক-শো’তে দেশের ফুটবলকে প্রতিবন্ধী ছেলের সঙ্গে তুলনা করায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আলোচকসহ অনুষ্ঠানটির বিরুদ্ধেও পৃথক মামলা করা হবে।