মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক কেকে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২২, ০৮:২৩ এএম
কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে) আর নেই। মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, রাত ৯টার দিকে নজরুল মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন কেকে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসি ইত্যাদি।

প্রখ্যাত এই গায়কের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেন, “কেকে নামে পরিচিত প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকালপ্রয়াণে আমি শোকাহত। তার গানের মাধ্যমে আমরা তাকে সব সময় মনে রাখব। তার পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।”