দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। এবার সরকারি সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন এই অভিনেত্রী।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে নির্মিত কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল কার্যক্রম উৎসাহিত করার জন্যই এ বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়েছে। এই কাজের কথা নিশ্চিত করেছেন নিপুণ নিজেই। তিনি ক্যারিয়ারে এবারই প্রথম এমন ধরনের বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন বলেও জানান।
সোমবার (৩০ মে) মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ণ হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বিপ্লব নামের একজন নির্মাতা।
বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য জোর দিচ্ছেন। ওনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে আছি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে।”
জানা যায়, দ্রুত সম্পাদনা শেষে বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।
এদিকে নিপুণ চলতি বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ভোগ্যপণ্যের বিজ্ঞাপন করেছেন। এছাড়া তিনি সিনেমা ও সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।