ভারতের মালয়ালম ভাষার জনপ্রিয় সংগীতশিল্পী এদাভা বসির মারা গেছেন। শনিবার (২৮ মে) একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর। একাধিক ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
জানা যায়, কেরালার তিরুবনন্তপুরমে আলাপুঝা জেলার ‘ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রা’র সুবর্ণজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল এদাভা বসিরকে।
শনিবার রাতে গান গাওয়ার জন্য মঞ্চে ওঠেন বসির। গান গাওয়া শুরুও করেন। কিন্তু হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত। চিকিৎসক জানিয়েছে, হৃদরোগে মৃত্যু হয়েছে বসিরের।
মালয়ালম ভাষায় বেশ কিছু সিনেমায় গান গেয়েছেন এদাভা বসির। এ ছাড়া কেরালার জনপ্রিয় অসংখ্য গণমেলায় গান গেয়েছেন তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে কেরালা অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।