বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিএফডিসিতে ভোট চলাকালে তিনি এই অভিযোগ করেন।
সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ভোট চাওয়ার সময় চাদরের নিচে থেকে টাকা দিচ্ছেন, এমন অভিযোগ তুলে নিপুণ দুপুর পৌনে ১টার দিকে সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশপথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ। এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে। তাই এখন আমরাও এখানে দাঁড়াব।’
নিপুণ প্যানেলের সদস্য পদপ্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা কাম্য নয়।’
এদিকে নিপুণের এই অভিযোগের পর তাৎক্ষণিক ওই স্থান ত্যাগ করেন জায়েদ খান। যেতে যেতে জায়েদ খান বলেন, ‘‘এখানে আমরা সবাই ভোট চাচ্ছি। নির্বাচন কমিশন নিষেধ করায় আমরা ওদিকে চলে যাচ্ছি।’
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএফডিসির গেটে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিল্পী সমিতির সদস্য ছাড়া অন্য কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটারদের আইডি কার্ড প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে।
নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ।
অপর দিকে মিশা-জায়েদ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়ক জায়েদ খান। এর আগে দুইবার এই প্যানেল শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করেছে।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।
উল্লেখ্য, জায়েদ খান গত দুই মেয়াদে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তৃতীয়বারের মতো তিনি এই পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে নিপুণ প্রথমবার সংগঠনটির নির্বাচনে অংশ নিচ্ছেন।