করোনা-পরবর্তী জটিলতায় ভুগেছিলেন দীপিকা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০১:৪৫ পিএম

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গত বছর সংক্রমিত হয়েছিলেন বলিউড তারকা দিপীকা পাডুকোন। করোনা-পরবর্তী জটিলতায় বেশি ভুগেছিলেন দীপিকা। এরপর সেরে উঠলেও প্রায় দুই মাস সব ধরনের কাজ থেকে বিরতিতে ছিলেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কঠিন দিনগুলোর কথা বর্ণনা করেছেন তিনি। 

দিপীকা বলেন, “করোনা থেকে সেরে ওঠার পর আমার কাছে সবকিছু ঠিক মনে হয়েছিল। কিন্তু করোনা-পরবর্তী জটিলতায় আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। আমি কাজের জন্য তৈরি ছিলাম না। এই সময়গুলো আমার জন্য বেশ কঠিন ছিল।” 

কোভিডের পর বদলে যাওয়া জীবন নিয়ে এই অভিনেত্রী বলেন, “করোনায় আক্রান্ত হওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। আমি ভেবেছিলাম মেডিটেশন করার পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু করোনা অন্য সবকিছুর চেয়ে আলাদা। শারীরিকভাবে আমি দুর্বল ছিলাম। মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে ছিলাম। 

করোনার প্রথম ঢেউয়ের সময়টি বেশ উপভোগ করেছিলেন ‘বাজিরাও মাস্তানি’ গার্ল। তিনি বলেন, “করোনায় প্রথম লকডাউনের সময় রণবীর আর আমি একসঙ্গে ছিলাম। আমরা দারুণ কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। তার সঙ্গ ভীষণ উপভোগ করেছিলাম।” 

দীপিকা পাড়ুকোন বর্তমানে শকুন ভাত্রার পরিচালনায় ’গেহরাইয়া’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন সিদ্ধাত চতুর্বেদী, অনন্যা পান্ডে এবং ধৈর্য করওয়া। আমাজন প্রাইমে ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে৷