ব্যান্ডের সেই সুদিন এখন নেই। একটা সময় দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলো এক মঞ্চে উঠে গান গেয়ে দর্শক মাতিয়ে রাখত। এখন তাতে ভাটা পড়েছে। ভেঙে গেছে অনেক ব্যান্ড। গান ছেড়ে ভিন্ন পেশায় নিজেকে সমার্পণ করেছেন। তাদের মধ্যে একজন আর্ক ব্যান্ডের হাসান। গান থেকে তিনি এখন বেশ দূরে। অন্যদিকে নগরবাউল জেমস এখনো গান গাইছেন। তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এই দুই ব্যান্ড তারকা এবার গাইবেন এক মঞ্চে।
মহান বিজয় দিবসে বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘লাল সবুজের মহোৎসব’ শিরোনামের আয়োজনে পারফর্ম করবেন জেমস ও হাসান। অনেকদিন পর একসঙ্গে মঞ্চ মাতাবেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই তারকা। এই তথ্য নিশ্চিত করেছে গানবাংলা।
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে ১৬দিন ব্যাপী মহাআয়োজন ‘লাল সবুজের মহোৎসব’। এ উৎসবের আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।
উৎসবের শেষ দিন ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে গাইবেন জেমস, হাসান। এ ছাড়াও গাইবেন শিল্পী এস আই টুটুলকে। এটি সবার জন্য থাকবে উন্মুক্ত।