সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ ফাঁস হয়েছে সম্প্রতি। ফোনালাপে মাহিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তুলে এনে ধর্ষণের হুমকি দেন সাবেক এই মন্ত্রী। ওই কথোপকথনের সূত্রধর ছিলেন চিত্রনায়ক ইমন।
ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার কিছু আগে ইমন র্যাব সদর দফতরে হাজির হন বলে জানা গেছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। তাকে এখন এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ইমনের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা। আলোচিত ওই ফোনালাপ নিয়ে নায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি।