কাশ্মীরে হামলা. পাকিস্তানি অভিনেতার সিনেমা বয়কটের ডাক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০২:২৪ পিএম
অভিনেতা ফাওয়াদ খান । ছবি: সংগৃহীত

কাশ্মীরে হামলার জের এবার পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’ বয়কটের ডাক উঠেছে। ১ এপ্রিল ফাওয়াদ খান এবং বাণী কাপুর অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, পাকিস্তানি অভিনেতা ইনস্টাগ্রাম স্টোরিজে দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘পহেলগামে হামলার খবরে আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার যারা শিকার, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।’

শুধু নায়ক ফাওয়াদ নন। বাণী কাপুরও শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পহেলগামে নিরীহ মানুষের উপর হামলা দেখার পর থেকে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি স্তব্ধ। বিধ্বস্ত। আমার প্রার্থনা তাদের পরিবারের সঙ্গে।’

‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- এর মতো ছবি দিয়ে ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরেও ফাওয়াদ খানকে বছরের পর বছর ধরে কোনও বলিউড ছবিতে দেখা যায়নি।

প্রসঙ্গত, ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে হামলার ঘটনা ঘটে। এ

ই হামলায় জড়িতদের একটি গ্রুপ ছবিও সামনে এসেছে। এছাড়া এদের মধ্যে তিনজনের স্কেচও তৈরি করা হয়েছে। এরা লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন ‘রেজিস্টেন্স ফ্রন্ট’ (TRF)-এর সদস্য বলে জানা গেছে।