কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (১৮ এপিল) রাতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকের হালকা ব্যথা অনুভব করেন তিনি।
অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুতই হাসপাতালে নয়া হয় তাকে। রাতেই তার বেশ কিছু টেস্ট করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সেই রিপোর্ট পাওয়ার কথা। চিকিৎসকেরা রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন, সৃজিতকে আরও একদিন হাসপাতালে রাখতে হবে কি না। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল।
অন্যদিকে, সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সকালেই খবরটা পেয়েছি। এখন অনেকটাই ভালো আছেন সৃজিত। চিকিৎসা চলছে। আজও কিছু টেস্ট হবে। বিকেলে শুটিং শেষে হাসপাতালে গিয়ে দেখা করব।’
জানা গেছে জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং শুরু করবেন সৃজিত মুখার্জি। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।