নিউইয়র্কে শাকিবের ‘বরবাদ’ দেখে দর্শকদের উচ্ছ্বাস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ১২:১০ পিএম
বরবাদ সিনেমার গানের দৃশ্যে নুসরাত জাহান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

দেশ মাতিয়ে এবার যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেল শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাস-এ মুক্তি পায় ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে এখন সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বরবাদ’।

দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ‘বরবাদ’। চতুর্থ সপ্তাহেও দেদার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে চলছে।

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলাদেশের দর্শকদের সেই উল্লাস নজরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের। এ কারণে তারাও বরবাদ দেখতে আগ্রহী হয়ে উঠেছেন। সেখানে মুক্তির প্রথম শোতেই লুফে নেয় ‘বরবাদ’।

নিউইয়র্ক সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো’তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে। পুরো সিনেমাজুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।

নিউইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।

ব্রুকলিনের বাসিন্দা সাইফুল বলেন, ফেইসবুক আর ইউটিউবে হল ফেরত দর্শকদের ইতিবাচক মন্তব্যের ভিডিওগুলো দেখে ঈদ থেকেই অপেক্ষা করছিলাম কখন আমেরিকার হলে বরবাদ রিলিজ পাবে। অবশেষে আমাদের এখানে এলো। তাই প্রথমদিনেই উপভোগ করলাম। আসলে আমাদের বাংলাদেশে যে বিশ্বমাসের সিনেমা হচ্ছে সেটার প্রমাণ হলো বরবাদ।

বরবাদ সিনেমাটি যুক্তরাষ্ট্রের মুক্তিতে ইভেন্ট পার্টনার হিসেবে আছে নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার।

এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় ১৮ এপ্রিল মুক্তি পেল মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ। ১৯ এপ্রিল কানাডার দর্শকদের জন্য রিলিজ পাচ্ছে ছবিটি।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে ‘বরবাদ’। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।