দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আড়াই বছর পর নির্মাতা কাজল আরেফিন অমি ফিরিয়ে আনছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন।
সম্প্রতি ফেসবুকে একটি জরিপ চালান অমি। সেখানে তিনি দর্শকদের সামনে দুটি অপশন রাখেন— ব্যাচেলর পয়েন্ট সিজন ৫, নাকি নারী চরিত্রভিত্তিক নতুন ধারাবাহিক ‘ফিমেল ৫’? ফলাফল ছিল একতরফা। দুই লক্ষাধিক মন্তব্যের প্রায় ৯০ শতাংশই ছিল ব্যাচেলর পয়েন্টের পক্ষে।
নির্মাতা অমি বলেন, ‘আড়াই বছর ধরে আমি যত পোস্ট দিয়েছি, কমেন্ট বক্সে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে— কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫? মানুষের এই আগ্রহকে এড়িয়ে যাওয়া অন্যায়। তাই ফিরছি।’
নতুন সিজনের পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে প্রচার শুরু হবে, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আগের মৌসুমের তারকাবহুল কাস্ট ব্যাচেলর পয়েন্টের আগের সিজনগুলোতে দেখা গেছে জনপ্রিয় সব মুখ—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।
দর্শকপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে এবার নতুন চমক থাকবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন!