অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে সত্যিই বিয়ে করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা।
তবে অভিনেতার বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে।পরে নিশ্চিত হওয়া যায়, নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করেছেন শামীম। যদিও শুরুর দিকে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।
তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।
বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় অভিনেতা শামীম হাসানকে। তার বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জনও ছিল বেশ। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি।
অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?