শাকিবের ‘চাঁদ মামা’ গানে নাচল শেহতাজের নানি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:৫৬ পিএম
ছবি: কোলাজ

দরজা ঠেলে ভেতরে ঢুকছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। ভেতরে পা দিয়েই চমকে যান তিনি। কারণ ঘরের ভেতরে বাজছে ‘চাঁদ মামা’ গান; সঙ্গে নাচছেন শেহতাজের স্বামী প্রীতম হাসান, বৃদ্ধ নানি চেয়ারে বসে শরীর দুলিয়ে নাচার চেষ্টা করছেন। তাদের সঙ্গে জমিয়ে নাচছেন আরো দুই নারী।

শেহতাজ মুনিরা হাশেম তার ভেরিফায়েড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন। পরে সেই ভিডিও সংগীতশিল্পী প্রীতম হাসান তার ফেসবুকে শেয়ার করেন। এই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।  

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। এটি রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। এ গানে শাকিবের সঙ্গে নেচেছেন ওপার বাংলার নুসরাত জাহান। গানটি প্রকাশ্যে আসার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। আর সেই গানের সঙ্গে শেহতাজের নানির নাচ দেখে দারুণ আনন্দ পেয়েছেন নেটিজেনরাও।

আফনাফ নামে একজন লেখেন, “নানির এনজয় টা জোস লাগছে। নানির হায়াত বেড়ে গেছে। নানির জন্য দোয়া। সবাইকে অনেক সুন্দর লাগছে।” আখু নামে একজন লেখেন, “সেরা ছিল নানির মুডটা। ঈদ মোবারক।” অনেকে গানটির ভূয়সী প্রশংসা করছেন। যদিও কেউ কেউ শেহতাজকে আক্রমণ করে মন্তব্য করছেন।  

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। এতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।