৩ দিনে কত আয় করল ভাইজানের ‘সিকান্দার’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:৫৭ এএম

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজানখ্যাত সুপার স্টার সালমান খানের সিনেমা ‘সিকান্দার ভাইজান অনুরাগীদের বহু প্রতীক্ষিত সিনেমাটি রোববার (৩০ মার্চ) মুক্তি পেয়েছে। 

দুই বছর বিরতির পর সালমানের সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে এসেছে।আর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক সমালোচকদের কাছ থেকে। শুরুটা একটু ধীরে হলেও সোমবার (৩১ মার্চ) বড় আয় হয়েছে সিনেমাটির। তবে মঙ্গলবার ( এপ্রিল) ফের কিছুটা কমেছে ব্যবসা। সব মিলিয়ে প্রথম তিন দিনে সিকান্দারের আয় খুব একটা কম নয়। 

স্যাকনিল্কের মতে, মুক্তির দ্বিতীয় দিনে সিকান্দার ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বাজার থেকে। প্রথম মঙ্গলবার (৩য় দিন) সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে, যার ফলে তিন দিনে মোট আয় হয়েছে ৭২.৮১ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। যদিও সিনেমাটি ভিকি কৌশলের ‘ছাবা বা মোহনলালের ‘এল২: এমপুরানকে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি। যদিও নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান খানিক আলাদা। 

জানা গেছে, সিনেমাটি প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। তবে ভাইজানের ঈদ উপলক্ষ্যে রিলিজ হিসেবে সংখ্যা কিছুটা হতাশাজনক বলে মনে হচ্ছে। 

অ্যাকশন থ্রিলারটি সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস, যিনি গজিনি এবং দরবারের মতো ছবির জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে সালমান খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান-এর ব্যর্থতার পর এটি সালমানের বড়পর্দায় প্রত্যাবর্তন ছিল। তবে দর্শকরা সিকান্দারের গল্পের সঙ্গে একাত্মবোধ করতে পারেননি।

সালমানকে নিয়ে সিকান্দার তৈরির বিষয়ে বলতে গিয়ে এআর মুরুগাদোস পিটিআইকে বলেন, “যখন আপনি সুপারস্টারদের সঙ্গে কাজ করেন, তখন আপনি স্ক্রিপ্টের প্রতি ১০০ শতাংশ সত্যবাদী হতে পারেন না। দর্শকদের জন্য, ভক্তদের জন্য আমাদের আপস করতে হয়। পরিচালক হিসেবে আমরা ১০০ শতাংশ সত্যবাদী হতে পারি না। আমাদের ভক্তদের সন্তুষ্ট করতে হবে এবং তাদের সম্পর্কে ভাবতে হবে।” 

সিকান্দারে সালমানের সঙ্গে অভিনয় করেছেন সত্যরাজ, রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন ঝোশি, প্রতীক বব্বর প্রমুখ।