‘ইত্যাদি’র ঈদ মঞ্চ মাতাবে হাবিব-প্রীতমের গান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৫:২৩ পিএম
হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ছবি: সংগৃহীত

একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনও গান করা হয়নি তাদের। এবার তাদের পাওয়া গেলো একসঙ্গে। তারা এক হলেন ‘ইত্যাদি’র ঈদ আয়োজনের মঞ্চে। বলছি জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের কথা। এবারের ইত্যাদির ঈদ মঞ্চ একসঙ্গে মাতাবেন তারা। একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সংগীত তারকাশিল্পী। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

হাবিব ও প্রীতমের এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। গানটির অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।