আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের কোনো পর্যায়ে প্রেম বিষয়ে রাখঢাক ছিল না তার। একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, বিয়েও করেছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এবার তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমে মজেছেন ঢালিউডের আলোচিত এই তারকা।
মা-বাবা অনেক আগেই মারা গেছেন পরীমনির। নানার বাড়িতেই বেড়ে উঠেছেন। বৃদ্ধ নানাই ছিলেন তার সব। ২০২৩ সালের নভেম্বরে মৃত্যুর আগপর্যন্ত নানা তাকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। এদিকে পরীমনি এখন সন্তানের মা। একটি তার নিজের সন্তান। এ ছাড়া আরেকটি শিশুর ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। এদের নিয়ে চলছে পরীমনির জীবন। শরীফুল রাজের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বছরখানেক হলো। একা একা জীবনটাকে সামলাতে গিয়ে মাঝেমধ্যে হিমশিম খান। সেই অনুভূতি প্রকাশ করেন পরীমনি। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে পরীমনি লিখেছেন, একা একা খেতে বসতে হয়, এ সময় তার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে।
পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘আহা রে জীবন! কত পলিশভাবে উপস্থাপন করতে চাই, আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তা-ই হয় সব সময়! হয় না তো।’
নিজের বর্তমান অবস্থার কথা তুলে ধরে পরীমনি লিখেছেন, “এই যে আমি, কত অসহায় লাগে আমার নিজেকে, যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে। নানাভাই (শামসুল হক গাজী) বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই, আমি এমনভাবে একা! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়, যখনই খেতে বসতাম, নানাভাই সামনে বসে থাকত। বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলব ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না। রোজার সময় আজ আর সাহ্রি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর…।’