নজরুল বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা হলেই বসে গাঁজার আসর

জাককানইবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:৫৮ পিএম

সন্ধ্যা হলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ক্যাম্পাসের আনাচে কানাচে প্রতিনিয়ত বসছে গাঁজার আসর। বহিরাগত কিছু স্থানীয় বখাটে সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী মিলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাঁজার আসর জমাচ্ছেন। অথচ বিষয়টি নিয়ে নির্বিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে উদ্বিগ্ন হয়ে হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রাত বাড়লেই জমে ওঠে গাঁজার আসর। বঙ্গবন্ধু হলের পেছনে, চারুদ্বীপ, সেন্টমার্টিনসহ বিশ্ববিদ্যায়ের অধিগ্ৰহণকৃত বিভিন্ন ছাত্রাবাসে হয় গাঁজা সেবন। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনগুলোতে কর্মরত শ্রমিকদের একটি অংশও এতে জড়িত রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চারিদিকে কোনো সীমানা প্রাচীর না থাকায় স্থানীয় বখাটে সন্ত্রাসীরা অবাধে প্রবেশ করে ক্যাম্পাসের ভেতর। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথেও তাদের কোনো বাধা দেওয়া হয় না। ফলে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্যাম্পাসের ভেতরে প্রকাশ্যে মাদক সেবন, নারী ব্যবসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন বেপরোয়া কার্যক্রম চালায় তারা। প্রায়ই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। তাদের কার্যক্রমে বাধা দিতে গেলেই লাঞ্চিত হতে হয়। ইতিপূর্বে অসংখ্য শিক্ষার্থীকে মারধরের মতো ঘটনাও ঘটেছে।

উক্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি বলেন, ইদানিং ক্যাম্পাসে গাঁজা খোরদের উপদ্রব চরম মাত্রায় পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এবং প্রক্টরিয়াল বডির নজরদারির অভাবই এর জন্য দায়ী।

প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, “আমরা এই ঘটনা সম্পর্কে অবগত হলাম, যদি এইরকম কোনো কর্মকাণ্ড ঘটে তাহলে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব।”