স্টামফোর্ডে দুর্নীতিবিরোধী গেম শো বুধবার

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৯:৪৭ এএম

‘দেশপ্রেমে তারুণ্যের অঙ্গীকার, ভেঙে ফেলি সব দুর্নীতির কারবার’—প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী গেম শোর আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্লে-গ্রাউন্ডে ফুটবল, ক্রিকেট ও বাস্কেট বল ক্যাটাগরিতে আকর্ষণীয় দুর্নীতিবিরোধী গেম শো অনুষ্ঠিত হবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটির সব শিক্ষার্থী এই গেম শোতে অংশগ্রহণ এবং উপভোগ করতে পারবেন। প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে। গেম শোতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে তরুণদের সচেতন করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় পরিচালিত ইয়েস গ্রুপ এই দুর্নীতিবিরোধী গেম শোর আয়োজন করেছে। একইসঙ্গে অনুষ্ঠানে ‘দেশপ্রেমে তরুণদের অঙ্গীকার : আমি দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না, দুর্নীতি মানবো না’ শিরোনামে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।