‘করোনা সংক্রমণের হার যেভাবে কমছে আশা করছি শিগগিরই ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’ আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘শ্রদ্ধায় স্মরণে ৭৫’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, “করোনা মহামারির শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যাতে করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না হয়, তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা যেন সব সিদ্ধান্ত গ্রহণ করি। সে কারণে শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে একেবারে বিযুক্ত না হয়ে যায়, সে জন্য বিভিন্ন সময় নানা পদ্ধতি অবলম্বন করেছি।”
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, “আমরা আশা করছি যেভাবে এখন সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে যাচ্ছে, যা অত্যন্ত সুখবর, এই সংক্রমণের হার যদি নিম্নমুখী থাকে, আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা আশা করছি খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। হয়তো একটু ধাপে ধাপে খুলব। কারণ, আমাদের শ্রেণিকক্ষের শিক্ষার্থীর যে সংখ্যা, তা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। শুরু থেকে সবাইকে সপ্তাহে হয়তো ছয় দিন ক্লাস করানো হবে না। তার জন্য একটু সময় নিতে হবে। ইনশা আল্লাহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এখন শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার।”
অনুষ্ঠানে ১৫ আগস্ট নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল অর্জিত স্বাধীনতাকে শেষ করার জন্য। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে শেষ করার জন্য। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে নিষেধ করা হয়েছিল, জয় বাংলা নিষেধ করা হয়েছিল, জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ করা হয়েছিল, ৭ মাচের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল।”
অনুষ্ঠানে আওয়ামী লীগ সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আয়োজনের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শহিদ বুদ্ধিজীবীকন্যা ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, অভিনেতা ফেরদৌস প্রমুখ।