ট্যুরিস্ট ক্লাব সাস্টের বিশ্ব পর্যটন দিবস উদযাপন

শাবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৮:২২ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’ বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় “অ্যাডুকেটিভ অ্যান্ড ফান সেশন উইথ টি ওয়ার্কার চিলড্রেনস’ নামে চা-শ্রমিক শিশুদের নিয়ে শিক্ষাবিষয়ক কর্মসূচি পালন এবং দুপুর দেড়টায় টায় ক্যাম্পাসে র‍্যালি এবং কেক কেটে দিবসটি উদযাপন করে।

অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিক শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণ করেন ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা।

এতে ট্যুরিস্ট ক্লাব সাস্টের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, সহকারী অধ্যাপক ফারহানা আহমেদ, সভাপতি আশরাফ ইবনে হেলাল, সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাফায়াত আহমেদসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টা ড. মাহবুবুল হাকিম সবাইকে পর্যটন দিবসের শুভেচ্ছা জানিয়ে পর্যটন পুনর্বিবেচনা প্রতিপাদ্যকে সামনে রেখে ট্যুরিস্ট ক্লাব সাস্টকে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি আশরাফ মিনহাজ বলেন, “দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ট্যুরিস্ট ক্লাব সাস্ট সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করবে।”

সাধারণ সম্পাদকের বক্তব্যে মো. হাসিবুর রহমান সবাইকে পরিবেশ দূষণমুক্ত রাখতে সচেতন হওয়ার পাশাপাশি পর্যটনকে এগিয়ে নিতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

১৯৮০ সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ‘২৭ সেপ্টেম্বর’ আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয় হিসেবে   ‘রিথিনকিং ট্যুরিজম’ বা পর্যটন পুনর্বিবেচনাকে নির্ধারণ করা হয়েছে।