শিক্ষার্থী খুন

শাবির লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন

শাবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০৩:০৪ পিএম

শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা বুলবুল হত্যায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান। সেই সঙ্গে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে বুলবুল হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার দফা দাবি উত্থাপন করা হয়।

তাদের দাবিগুলো হলো দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং ক্যাম্পাসের নিরাপত্তা প্রদানে অবহেলার দায়ভার গ্রহণ করে প্রশাসনকে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে।