শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৭:২৮ পিএম

কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

রোববার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, “দেশের বিভিন্ন স্থানে যেভাবে শিক্ষকদের লাঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর গ্যাং তৈরি হয়েছে। এসব কিশোর গ্যাং অত্যন্ত বিপদজনক। কোনো শিক্ষক তাদের অন্যায়ের প্রতিবাদ করলে তারা শিক্ষকদের ওপর চড়াও হয়। এমন অবস্থায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি।”

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ব্যবসা শিক্ষা অনুষদের ডিন নিলাঞ্জন কুমার সাহা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান সুমন, গণিত বিভাগের অধ্যাপক মাহতাব উদ্দিন আহাম্মদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আখতার, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তা প্রমুখ।