ইবিতে ঐক্যমঞ্চ’র নেতৃত্বে মেহেদী-জুঁই

ইবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৭:৫৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ) -এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ জুলাই) সংগঠনটির সদ্য সাবেক আহ্বায়ক ও ইবি রোটার‍্যাক্ট ক্লাবের সদ্য সাবেক সভাপতি আখতার হোসেন আজাদ ২০২২-২৩ বর্ষের জন্য এ কমিটি ঘোষণা করেন।

এতে সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নুরুল্লাহ মেহেদীকে আহ্বায়ক ও সামাজিক সংগঠন তারুণ্য’র সভাপতি আশিফা ইসরাত জুঁইকে সদস্য সচিব করা হয়েছে।

সাবেক আহ্বায়ক আখতার হোসেন আজাদ বলেন, “শুক্রবার (১ জুলাই) রাতে এক ভার্চুয়াল সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আহ্বায়ক হিসেবে নুরুল্লাহ মেহেদী ও সদস্য সচিব হিসেবে আশিফা ইসরাত জুঁই নির্বাচিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “কমিটি গঠনের ক্ষেত্রে ঐক্যমঞ্চের সদস্য সংগঠনের প্রতিষ্ঠাকালীন জ্যৈষ্ঠতার ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য-সচিব নির্বাচন করা হয়েছে। ঐক্যমঞ্চের অধীন ৩১টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নতুন কমিটির আগামী ছয় মাস স্থায়িত্ব থাকবে।”

নবনির্বাচিত আহ্বায়ক নুরুল্লাহ মেহেদী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের একটি সংগঠনের আওতায় এনে শিক্ষার্থীদের ও সাংস্কৃতিক সদস্যদের যৌক্তিক দাবি তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”