কুবিতে একাত্তর টিভির গাড়ি ভাঙচুর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৯:৪৭ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের সংবাদ সংগ্রহে আসা একাত্তর টেলিভিশনের গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রেখে সংবাদকর্মীরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। এ সময় কিছু ছেলে এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, “আমি কাজ শেষ করে ক্যাম্পাসের ভেতরে থাকা সহকর্মীদের কাছে যাই। তখন গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ রকম ঘটনা মোটেই কাম্য নয়।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে পরে আপনাদের জানাব।”