শাবিপ্রবির ‘মৌসাস’-এর নেতৃত্বে সৌরভ-মৃদুল

শাবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০২:৫১ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মৌলভীবাজারের স্টুডেন্টস এসোসিয়েশনের (মৌসাস) তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী মো. সাব্বির আহমেদ সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মৃদুল দেবনাথকে মনোনীত করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকালে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলের অনুষ্ঠানে এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি এবাদুর রহমান ময়নুল ও সাধারণ সম্পাদক মনতোষ দে বাঁধন।

এ সময় উপস্থিত ছিলেন পিএসএস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক নূর উদ্দিন আহমেদ, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম, পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।

এছাড়া অ্যালামনাই সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের শিক্ষক আবুল কাশেম, বাংলাদেশ বেতারের (সিলেট) সহপরিচালক প্রদীপ চন্দ্র দাশ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর মতিউর রহমান খান এবং সাবেক মৌসাস সেক্রেটারি অমিয় দে।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি সৌমিক দত্ত, জাহিদ এনাম চৌধুরী, ইজাজ উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক অনিক দে, অভিরূপ দেব রায়, মোমতাহিন চৌধুরী, রাকিয়া জান্নাত, সহসাধারণ সম্পাদক তাহমিদ চৌধুরী, আব্দুল আহাদ সুমন, হাসানুল কবির রাফি, অমিত আশরাফ তিহাম, পল্লব কুমার তান্তি, নাবিলা ইসলাম, ফারিয়া তাসনিম তুসি, সারিকা তাসনিম মিম, সাংগঠনিক সম্পাদক গৌরব রায়, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রিহান, জুনায়েদ আহমেদ, জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. তোফায়েল মিয়া, সহকোষাধ্যক্ষ শাকিল খান, আব্দুল্লাহ রহমান, হাফিজুর রহমান।

দপ্তর সম্পাদক সৈয়দ ইব্রাহিম হাসান, সহদপ্তর সম্পাদক প্রীতম রায়, সোনিয়া আক্তার, প্রচার সম্পাদক আবিদুর রহমান আনাম, সহপ্রচার সম্পাদক জুবেল আলী, তাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার আদিল, উপতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপ্ত দেব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ মোতাহের আল হোসেন, উপসংস্কৃতি বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক সোহের মাসুদা সামিয়া, সহছাত্রী বিষয়ক সম্পাদক আফসানা শিফা, ফাহমিদা রিদী, রাজিয়া পারভীন, সামিয়া চৌধুরী, সুরাইয়া বেগম রুহি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাজেশ যাদব, উপত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রূপালী পাল, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শামীমা আক্তার, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিশাত তাসনীম।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিয়ান, মিলি, আহানা, অবন্তিকা, চৈতি, জান্নাত ফেরদৌস স্বর্ণা, সাজিদা খান রুহি, দেবারতি বসু, শিবলী সাদেক সজিব, মান্না চৌধুরী, ইমরান আহমেদ, দুর্জয় দাস।