সড়কে প্রাণ হারানো শিক্ষার্থীর পরিবারের পাশে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৫:৩৫ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নিহত অজয়ের মা পাপিয়া রাণী দাসের হাতে এ চেক হস্তান্তর করেছেন নোবিপ্রবি উপাচার্য ড. দিদার-উল-আলম।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান।

এ সময় উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও নিহত অজয় মজুমদারের আত্মার শান্তি কামনা করেন।

নিহত অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে গতবছরের ৭ ডিসেম্বর নোয়াখালীর সদর উপজেলায় সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয়ের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়।