বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নীল দল ২০২২-২০২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) নবনির্বাচিত এ কমিটির ঘোষণা করা হয়। ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক বিজ্ঞান (এসিসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ড. মেহেদী হাসান রুবেল। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া ও মো. মুহাইমিনুল ইসলাম সোলিম। সাংগঠনিক সম্পাদক পদে সাহানা রহমান, মো. তৌহিদুল আমিন ও রায়হান আহমেদ।
কোষাধ্যক্ষ পদে মো. ইফতেখার পারভেজ। দপ্তর সম্পাদক তন্ময় দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক তনুজা বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবর রহমান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন কাদির ভূঁইয়া, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাহানুর আলম।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, বিপ্লব মল্লিক, ড. অবন্তি বড়ুয়া, জায়েদ-উস-সালেহীন, মো. ইকবাল হোসেন, বাদশা মিয়া,সুব্রত ভৌমিক, মোঃ আল-আমিন।
সম্পাদকের বক্তব্যে ড. মো. রফিকুল ইসলাম বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নোবিপ্রবি আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠনের (নীলদল) কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নীলদলের সকল শিক্ষকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এ দুটিকে কখনোই আলাদা করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে আমি আমার অবস্থান হতে সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সকল যৌক্তিক দাবি পুরণে সচেষ্ট থাকব। সর্বোপরি দেশের জন্য যাতে কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
সভাপতির বক্তব্যে ড. মো. আনিসুজ্জামান বলেন, “বাংলাদেশকে প্রগতিশীল ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাব। শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য শিক্ষা এসব দিকে আমরা খেয়াল রাখব। পাশাপাশি শিক্ষকদের দাবি, ন্যায্য অধিকার ও গবেষণার ওপর জোর দিয়ে কাজ করব।”