শাবিপ্রবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০১:৩৭ পিএম
আন্তর্জাতিক সম্মেলন। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ২ দিনব্যাপী ‘টেকসই সুনীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সম্মেলনটি আয়োজিত হয়েছে ‘সুন্দরবন ম্যানগ্রোভ ও সোয়াচ অফ নো গ্রাউন্ড সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায়, যার সহায়তায় রয়েছে জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাস্তবায়নে কাজ করছে জিআইজেড-বাংলাদেশ।

দুই শতাধিক অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন ৮টি দেশের নীতিনির্ধারক, গবেষক, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। সম্মেলনে ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

[113702]

উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশনের উপপ্রধান উলরিখ ক্লেপম্যান, বন বিভাগের ডেপুটি চিফ কনজারভেটর মো. জাহেদুল কবির, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আশরাফুজ্জামান এবং জিআইজেডের ড. স্টেফান আলফ্রেড গ্রোনেওল্ড উপস্থিত ছিলেন।