‘ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণের আয়োজন সফল হয়েছে’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:৫০ পিএম
বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত

বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করে এ বছরের বর্ষবরণের আয়োজন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ‘আনন্দ শোভাযাত্রা’-কে এ যাবৎকালের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

নিয়াজ আহমেদ খান বলেন, “মাত্র ৮ কর্মদিবসের প্রস্তুতিতে যেভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে এই আয়োজন করলাম, যখন নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। অযৌক্তিকভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু ছাত্র, শিক্ষক, কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতায় আমরা সব বাধা অতিক্রম করেছি।”

ঢাবি উপাচার্য বলেন, “জাতিসংঘ যে উদ্দেশ্যে আমাদের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে আমরা কাজ করেছি। জাতিসত্তার বৈচিত্র্য তুলে ধরা এবং দেশের সব জনগোষ্ঠীকে যুক্ত করাই ছিল মূল লক্ষ্য। এবার সেই লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।”

[113621]

বর্ষবরণ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে নিয়াজ আহমেদ খান বলেন, “শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা ছিল প্রতিরোধের প্রকাশও। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর দেশের যে সম্ভাবনা উন্মোচিত হয়েছে, তাকে আমাদের ধরে রাখতে হবে। এই বর্ষবরণ ছিল তারই এক প্রতীকী ঘোষণা।”