‘জয় বাংলা’ স্লোগান, ৫ জনকে আটকের ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৩:৩০ পিএম
আটকরা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে ঢাবির মল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের এক নেতা অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে একজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।

[109955]

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরোনো একটি মামলায় তারা সম্পৃক্ত ছিলেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”