সোহরাওয়ার্দীর পর এবার নজরুল কলেজও বন্ধ ঘোষণা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৫:৪৭ পিএম
কবি নজরুল কলেজ। ফাইল ফটো

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পর এবার কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।

এর আগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

[105162]

এদিকে, বন্ধের নোটিশ উপেক্ষা করেই আজ সকাল থেকে কলেজ গেটে অবস্থান নিয়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুলসহ সাত কলেজের হাজারও শিক্ষার্থী ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে তাণ্ডব চালিয়েছে। এতে কলেজটির ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।