মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি বলেই চব্বিশ এসেছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেছেন, “চব্বিসের গণ-অভ্যুত্থানের চেতনায় আমরা বৈষম্যমুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। যেখানে একজন ত্রুটিপূর্ণ মানুষকে আঘাত করা হবে না, বরং তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তার কাজের জন্য তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে হবে। এটাই ২০২৪-এর চেতনা।”
জাবি শিক্ষার্থীদের মানসিক সচেতনতা ক্যাম্পেইন লেট’স টক এবাউট মেন্টাল হেলথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের ১১৭ নম্বর কক্ষে ওয়ালটন বাংলাদেশের পক্ষ থেকে এ সেমিনারের আয়োজন কর হয়।
[104393]
সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হেড অব প্রোগ্রাম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিনেতা আজিজুল হাকিম বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করে দোয়া ও সুস্থতা কামনা করছি। ২৪-এর এ গণ-অভ্যুত্থানে অনেক শিক্ষার্থী মানসিক ট্রমার মধ্যে পড়েছেন। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য এ ধরনের সেমিনার আয়োজন করায় ওয়ালটনকে ধন্যবাদ জানাই।”