বিপ্লবী বাংলা ২.০ বিতর্ক প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৫:৩২ পিএম
চ্যাম্পিয়ন দল। ছবি : প্রতিনিধি

ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) ডিবেট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ‘বিপ্লবী বাংলা ২.০‍‍` প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এশিয়ান সংসদীয় (এপি) ধারায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন জেইউডিও সংশপ্তক। বিতার্কিকরা হলেন, অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী, একই বিভাগের ৪৯ ফারিম আহসান ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভাগ ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি। দেশসেরা তার্কিকদের ছাড়িয়ে ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন ফারিম আহসান।

শুক্রবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে তর্কযুদ্ধে দেশসেরা সব বিতার্কিককে পেছনে ফেলে বিজয়ী হয় জেইউডিও সংশপ্তক। সেইসঙ্গে এই প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন ফারিম আহসান।

[104390]

বিজয়ী দলের সদস্য প্রাপ্তি তাপসী বলেন, “ডুয়েট প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারাটা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের। এই অর্জন ও বিজয় শুধু আমাদের নয়, বরং এর বিজয় আমাদের, জুডো এবং সর্বোপরি জাবির। আমি প্রত্যাশা করি, সবসময়ই জাবির এই ধারা অব্যাহত থাকবে।”