শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়িকবিষয়ক উদ্ভাবনী চিন্তাভাবনা ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জাতীয়ভাবে ব্যবসায়িক কেস স্টাডি প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ২.০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানার-আপের জন্য রয়েছে এক লাখ টাকা প্রাইজমানিসহ আকর্ষণীয় পুরস্কার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শাবি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিযোগিতাটি সম্পর্কে সাংবাদিকদের জানান ক্যারিয়ার ক্লাবের সদস্যরা।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আগামী ২২ নভেম্বর প্রতিযোগিতাটির উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেস কম্পিটিশন বিষয়ক নানা বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক। পাশাপাশি ক্যারিয়ারবিষয়ক একটি সেশনও পরিচালিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দলগুলোর মাঝে আগামী ২৯ নভেম্বর ব্যবসা সম্পর্কিত বিভিন্ন সমস্যা প্রদান করা হবে। এরপর ১০ ডিসেম্বর অনলাইন প্লাটফর্মে সেমি-ফাইনাল ও ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সরাসরি এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আরও জানান, গত ২৫ অক্টোবর থেকে অনলাইনে এ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, ২৭ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে। এতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪১০ টাকা। এ ছাড়া প্রতিযোগীরা শাবিপ্রবির অর্জুন তলায় সরাসরি অথবা অনলাইনে নিবন্ধন করতে পারবে।
দেশের সকল পাবলিক ও প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি টিমে ৩-৪ জন সদস্য থাকতে পারবেন। তবে তাদের মধ্যে একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ৩০ হাজার টাকা ও দ্বিতীয় রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রদান করা হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দলের জন্য শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনামূল্যে ২ দিন ১ রাত থাকার সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে ‘সিস্টেম’ ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে রবি।
[104215]
ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, “বিজনেস কেস প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূলত শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের পেশাগত জীবনে দক্ষতা প্রদর্শনের লক্ষ্যে ও আত্মবিশ্বাসী করে তোলার জন্য আমাদের এ আয়োজন।”