পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত এক দিনের ব্যবধানে তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রি কমে রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তথ্য নিশ্চিত করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, গত কয়েক দিন ধরে উত্তরের এই সীমান্ত উপজেলায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। শনিবার এ উপজেলায় আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, এ বছর অক্টোবরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ তৈরি হয়েছে। ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জানিয়েছে, বেলা ১১টার দিকে সারা দেশের সব তথ্য নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। একই দিন দুপুর ১২টার সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়।