বুদ্ধিপ্রতিবন্ধী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১০:০৭ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ভুক্তভোগীর আত্মীয় লাকি বেগম বাদী হয়ে চারজনের নামে মামলা করেন।

এই ঘটনায় তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো শালবরাত গ্রামের আনোয়ারুল শেখ (২৯),উজ্জ্বল শেখ (৩০) ও মিটো ফকির (২৯)। সলেমান (২৫) নামের একজন পলাতক। প্রতিবন্ধী ওই নারী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের শালবরাদ গ্রামে দুলুর নির্মাণাধীন বাড়ির মধ্যে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে চার বন্ধু মিলে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার নারীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে হাজির হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন বলেন, “বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”