জামালপুরের সদর উপজেলায় শফিকুল ইসলাম নামের প্রয়াত এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গুলি চালানো ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফুলবাড়িয়া ডোরিপাড়ার হায়দার আলী বাদী হয়ে ২৪৩ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির।
শফিকুল ইসলাম প্রায় ২০ বছর আগে জামালপুর পৌরসভা শাখার ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর মারা যান তিনি।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট হায়দার আলী জামালপুর জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে আসামিরা তাদের ওপর ফাঁকা গুলি ছুড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সময় তার মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শফিকুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, দুই বছর আগে তার ভাই মারা গেছে। তবু আসামির তালিকায় তার নাম দেওয়া হয়েছে।
মামলার বাদী হায়দার আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।