চেয়ারম্যানের কাছে লাঞ্ছিত নারীর আত্মহত্যার চেষ্টা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:১৪ পিএম
বিষপানে এক নারীর আত্মহত্যার চেষ্টা/ছবি: সংবাদ প্রকাশ

ফেনীর সদর উপজেলায় চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে লাঞ্ছিত হওয়ার ঘটনায় খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর বিষপানে আত্মহত্যার চেষ্টা। 

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার বাঁলিগাও ইউনিয়নে মা ও ছেলের মধ্যে পারিবারিক বিরোধ ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে মনোমালিন্য চলে আসছিল। পরে এ নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারের নেতৃত্বে শালিস বৈঠক বসে। বৈঠকে একতরফা রায় নারী খোদেজা বেগম রায় মেনে নিতে না চাইলে জোরপূর্বক রায় মেনে নেওয়ার জন্য হুমকি-ধমকি দেয় চেয়ারম্যান। 

একপর্যায়ে খোদেজা অপারগতা জানালে চেয়ারম্যানের নির্দেশে তার কর্মী ও চৌকিদার 
খোদেজাকে মারধর করে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থল থেকে খোদেজার স্বামী রবিউল হক রফিক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যায় খোদেজা সঠিক বিচার না পাওয়া ও প্রকাশ্যে সবার সামনে মারধরের শিকার হওয়ার ঘটনায় অপমান সইতে না পেরে বিষপান করেন। এ সময় বিষের গন্ধ ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের লোকদের নজরে এলে খোদেজাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে এই নারীর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
 
এ বিষয়ে ফেনী মডেল থানার তদন্ত (ওসি) মো. মনির হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।