খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৮:২৮ এএম

মৌলভীবাজারের জুড়ীতে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু হওয়া শিশুরা হলো মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. রানা (৮) ও মো. ফারুক মিয়ার ছেলে রানা (৯)। তারা দুজনই কেবিএ হিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুই বন্ধু বন্যার পানিতে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে দুই বন্ধু হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদের দেখতে যাই। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন্যার পানি বাড়তে থাকায় এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই এ সময়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এসআই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।