মিতু হত্যা: আসামি ভোলা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৭:১০ পিএম
আসামি এহতেশামুল হক ওরফে ভোলা/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডে দায়ের করা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম মেট্রো ইউনিটের সুপার (এসপি) নাঈমা সোলতানা।

এসপি নাঈমা সোলতানা বলেন, “শুক্রবার (২২ অক্টোবর) রাতে ভোলাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হচ্ছে।”

এর আগে গত ১৪ অক্টোবর উচ্চ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন শেষে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। ভোলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাচঁলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এ খুনে অস্ত্র সরবরাহ করেছিলেন ভোলা। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। 

ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।