একাই প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন পিয়াস

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৯:৪১ পিএম

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার দাবিতে ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে একাই অবস্থান কর্মসূচি পালন করেছেন পিয়াস রাজবংশী (২২) নামে এক তরুণ। 

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মোমবাতি জ্বালিয়ে ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। 

এদিন সন্ধ্যায় দুই হাতে ২টি এবং দু’পায়ের মাঝখানে একটিসহ মোট ৩টি জ্বলন্ত মোমবাতি হাতে দাঁড়ানো এক যুবক। দুই হাতে ধরে আছেন ইংরেজি অক্ষরের প্ল্যাকার্ড। সেখানে ইংরেজিতে লেখা ৭টি দাবি। যেগুলোর সবই সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী। বড় করে সেখানে লেখা 'উই ডিমান্ড সেইফটি অফ বাংলাদেশি হিন্দুস।'

অভিনব এই প্রতিবাদের বিষয়ে পিয়াস বলেন, “সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বাড়িঘর ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার দাবিতে এ কর্মসূচি পালন করেন তিনি।”

পিয়াস আরও বলেন, “দেশ আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এটাই তার প্রত্যাশা। আমি বিশ্বাস করি কোনও ধর্মই হিংসার কথা বলে না। সকল ধর্মই পৃথিবীতে এসেছে শান্তির বাণী নিয়ে।”

তার বাড়ি মাগুরাতে হলেও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স শ্রেণির শিক্ষার্থী। তাই ফরিদপুরের একটি মেসেই থাকেন তিনি।