দৌলতদিয়া ফেরিঘাটে ফের ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১১:০৭ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ জট। নাব্যতা সংকট, রো রো ফেরীর জন্য পর্যাপ্ত ঘাট না থাকা এবং নদীতে স্রোত থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) রাত ৮ টায় সরোজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় ৫ কিলোমিটার অংশ জুড়ে অর্থাৎ গোয়ালন্দ বাজার পর্যন্ত যানজট রয়েছে। একই সাথে যুক্ত হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের পরিবর্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করা গাড়ির চাপ। শতাধিক কাঁচা পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং কাভার্ড ভ্যান সেখানে পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। 

এদিকে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে প্রায় ২ কিলোমিটার অংশে ট্রাক এবং কাভার্ড ভ্যানের দীর্ঘসারি দেখা যায়।

ঝিনাইদহ থেকে আসা কাভার্ড ভ্যান চালক মানিক বলেন, "সকাল ৮টায় দৌলতদিয়া ঘাট এলাকায় আসছি। ১২ থেকে ১৩ ঘণ্টা হয়ে গেল। এখনো ফেরীতে উঠতে পারি নাই।"

চুয়াডাঙ্গা থেকে আসা আরেক চালক শরীফ বলেন, "ভোরে ঘাট এলাকায় আসলেও ফেরীতে উঠতে পারিনি। জ্যামে আটকে আছি। আর এখানে হোটেল,বাথরুম না থাকায় আরও কষ্ট হচ্ছে।"

যশোর থেকে কাঁচা পণ্য নিয়ে আসা ট্রাক চালক জামাল মন্ডল বলেন, "সকাল ১০টার সময় ফেরিঘাটে আসলেও এখনো উঠতে পারি নাই। নদীতে নাব্যতা সংকট থাকায় ফেরি পারাপার হতে সময় লাগছে। এই নৌপথে ফেরীঘাট সংখ্যা বাড়ানো প্রয়োজন।"

ফরিদপুর থেকে আগত আরেক ট্রাক চালক সুজন মিয়া বলেন, "এই দীর্ঘ জটে ভোগান্তির শেষ নাই। এমন জট মাঝে মাঝেই থাকে। ফেরির সংখ্যা বাড়াতে হবে।"

সাতক্ষীরা থেকে আসা বাস যাত্রী জুই বলেন, "দীর্ঘ ৩ থেকে ৪ ঘণ্টা এই দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে। কখন উঠতে পারবো জানি না।"

ফরিদপুর থেকে আগত সিনান আহমেদ বলেন, "আমাকে ঢাকা যেতে হচ্ছে একটি জরুরি কাজে। তবে মনে হচ্ছে সময়মতো পৌছাতে পারবো না। এই ভোগান্তির শেষ নেই। কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে সমাধান হবে না।"

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো: শিহাব উদ্দিন বলেন, "ফেরির ঘাট স্বল্পতায় জন্য এই যানজট হচ্ছে। শিমুলিয়া-বাংলা বাজার রুটের কিছুটা চাপও এদিকে পড়েছে। ছোট বড় ১৯টি ফেরি চলছে। সকালের আগেই যানজট কাটবে আশা করছি।"