ভৈরবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৭:২৭ পিএম

আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের (নর) সার্বিক ব্যবস্থাপনায় ভৈরবে এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) শিক্ষা সামগ্রী বিতরণ করার আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অধ্যক্ষ আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর, মিসেস আমিন হাফিজ ওমর, নরের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ ও প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার চ্যারেটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন আল রশিদ, প্রতিষ্ঠানের কর্মকর্তা মোজাহিদুল হক শুভ, একেএম কামরুজ্জামান খান, মুজিবুর রহমান, ইউছুফ আহমেদ গালিব এবং মৌওলানা মতিউর রহমান।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান বাবলু।