নাম-ঠিকানা জানতে চাইলে শুধু বলছে ‘মে ভারত ছে আয়া’। অনুপ্রবেশের অভিযোগে যশোরে ৫৫ বছর বয়সী ওই ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে শহরের চাঁচড়া মৎস্যপট্টি থেকে তাকে আটক করা হয়। পরের দিন রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে ভারতীয় ওই নাগরিককে সন্দেহজনক আটক করা হয়। এ সময় তার নাম-ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি।
শুধু বলেছেন, ‘মে ভারত ছে আয়া’। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা। মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। ওই দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।