দুই বাসযাত্রীকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) ছয় সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
তারা নগরীর শিরোইল টার্মিনাল পুলিশ বক্সে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এই আদেশ জারি করেন।
বরখাস্ত ওই ছয় পুলিশ সদস্য হলেন ফাঁড়ির ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন, এএসআই সেলিম শাহাজাদা, কনস্টেবল শংকর চন্দ্র, সরোয়ার আলম, শাহ আলম ও রিপন আলী।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার বিকেলে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দুই বাসযাত্রীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ আসে পুলিশ কমিশনারের দপ্তরে। অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ওই ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাতেই তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানান গোলাম রুহুল কুদ্দুস।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, দুই নারী থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে তারা বলেন, মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক লাখ টাকা বিকাশে আদায় এবং সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি তদন্তাধীন।